ইব্রাহীম রানাঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৯ নং ওয়ার্ডের মেরাজনগর আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করা হয়।
উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন কদমতলী থানা আওয়ামী লীগের ১নং যুগ্মসাধারণ সম্পাদক ও ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। এ সময় তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন শেখ ফজলুল হক মনি। তিনি বাংলার যুব সমাজকে সুন্দর ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বর্তমানে তিনি আমাদের মাঝে নেই ১৫ ই আগস্ট এর ভয়াল সেই রাতে ৭১ এর ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে প্রাণ হারায় বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জন তাদেরই সাথে শহীদ হন শেখ ফজলুল হক মনি। তার রেখে যাওয়া দুই সন্তান বর্তমানে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তারা বর্তমানে বাংলাদেশের দুটি রত্ন। একজনের আত্নপ্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ বর্তমানে সুসংগঠিত অন্যজন ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস যিনি অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। তিনি খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কে একটি শৃঙ্খলা আনতে পেরেছেন তিনি কথায় নয় কাজে বিশ্বাসী পরিশ্রমে বিশ্বাসী যিনি দিনের অধিক সময় পার করেন জনগণের উন্নয়নমূলক কাজে। তার শ্রম ও মেধা দিয়ে মানুষকে উপহার দিতে চান সুন্দর একটি নগর যে নগরে থাকবেনা কোন যানজট, অনুন্নত রাস্তাঘাট, লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠান, ফিটনেসবিহীন যানবাহন, পৌঁছে দিবেন ঘরে ঘরে নাগরিক সুবিধা,মশার কামড়ে যেনো মানুষের ডেঙ্গুর প্রবনতা বেড়ে না যায় সেদিকে লক্ষ রেখে মশক নিধন ওষুধ।এছাড়াও আমাদের প্রতিটি ওয়ার্ড কে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ নুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৮,৫৯,৬০ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগম, কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মামুন,কদমতলী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমীনুর রহমান তারা,কদমতলী থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী ফজলুল হক ফজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদ রানা এছাড়াও আরও উপস্থিত ছিলেন কদমতলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম মুন, কদমতলী থানা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন ও কদমতলী থানা ছাত্রলীগ মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সোহাগ শাহরিয়ার।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করেন ও শেখ ফজলুল হক মনির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ৩৭০ প্যাকেট খাবার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।