ডেস্ক নিউজ : অগ্নিবীনা সাহিত্য পরিষদের একযুগ পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে মানবতার কল্যানে অসামান্য ভুমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও টিম মোস্তফার লিডার মোস্তফা হোসেন চৌধুরী করোনা যোদ্ধা সম্মাননা পদকে ভুষিত হয়েছেন।
৫ ডিসেম্বর শনিবার বিকেলে চাষাড়া ডাকবাংলো মিলনায়তন হলে অনুষ্ঠিত অগ্নিবীনা সাহিত্য পরিষদের একযুগ পূর্তি উপলক্ষে করোনাকালীন সময়ে দলমতের উর্ধে থেকে জীবনবাজী রেখে মানবতার কল্যানে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সাংবাদিক, লেখক, সাহিত্যিকদের পাশাপাশি করোনাকালীন সময়ে মানবতার কল্যানে অসামান্য ভুমিকা পালন করায় জেলা পরিষদের সদস্য ও মানবতার এই ফেরিওয়ালাকে করোনা যোদ্ধা হিসেবে সম্মাননা পদকে ভুষিত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার,ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তারেক হাওলাদার ও অনুষ্ঠানের প্রধান আলোচক মহান মুক্তিযুদ্ধের সূর্য়সন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তারের হাত থেকে তিনি এ সম্মাননা পদক গ্রহন করেন।
অনুষ্ঠানে অগ্নিবীণা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদকের সভাপতিত্বে ও অগ্নিবীণা সাহিত্য পরিষদের সভাপতি ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার, লেখক ও কলামিস্ট তারাপদ আচার্য্য, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু, কাউন্সিলর আব্দুল করিম বাবু, আয়েশা আক্তার দিনা, ইউপি সদস্য আলহাজ্ব মীর জাকারিয়া জাকির,নতুন পালপাড়া পুজা কমিটির সাধারণ সম্পাদক ও টিম ওরা এগারো জনের টিম লিডার রিপন ভাওয়াল, ফতুল্লা থানা নাগরিক কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো: শহিদুল্লাহ ও জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল প্রমুখ।