নিজস্ব প্রতিনিধি আসন্ন মাধবদী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের জনপ্রিয় মুখ,গরীব অসহায়ের বন্ধু,নামাজি সৎ আর্দশবান মানুষ, মাদক এর বিরুদ্ধে আন্দোলনকারি মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া।এলাকার মানুষ এর জন্য যুবক বয়স থেকে কাজ করে আসছেন।ফরিদ উদ্দিন ভূঁইয়া একজন সফল ব্যবসায়ী।
তিনি দেশ ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে তার ওয়ার্ড এর জনগণ উদ্দেশে বলেন, আমার বাবা খুব আর্দশবান ছিলেন।তা আর্দশ বুকে নিয়ে আমি কারো সাথে খারাপ ব্যবহার করতে পারি না। এলাকায় আমার বাবা এর খুব সম্মান ছিলো। নির্বাচনের বিষয়ে জানান আগে জনপ্রতিনিধি না হয়ে কাজ করছি এখন জনপ্রতিনিধি হয়ে মানুষ এর আরও কাছে গিয়ে কাজ করতে চাই।
আমার বাবা আমাদের জন্য যথেষ্ট সম্পত্তি রেখে গেছেন। আশা করি নির্বাচিত হলে জনগনের জন্য সরকারের জন্য আমি অনেক কাজ করতে পারবো। জনগনের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে একবার সুযোগ দিবেন।
এলাকার মানুষের তার সম্পর্কে বলেন, মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া এর পরিবার খুব সম্মানিত পরিবার। কোনো খারাপ কাজে দেখা যায় না। ফরিদ সাহেব ও ভালো মানুষ। আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার পরিকল্পনা করছেন তারা।