ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া, মিরেরটেক এলাকায়
মোঃ বিল্লাল হোসেন নামে এক
মুদি ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১ টার দিকে মৃত ব্যাক্তির ঘরের পিছনের জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল রবিবার রাত ৮ পর থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজে পাচ্ছিল না।
মোঃ বিল্লাল হোসেন উপজেলার মিরেরটেক এলাকার মৃত রেহাজ উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাজারে মুদি ব্যবসা করতেন।
খবর পেয়ে সোনারগাঁও থানাধীন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ বিল্লাল হোসেনের মাথাবিহীন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, কি কারণে মোঃ বিল্লাল হোসেনকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উদঘাটন করা হবে।