পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।
৪৯ বছরের প্রাপ্তি ও প্রত্যাশার বিশ্লেষণ হচ্ছে সর্বত্র। বিজয়ের ৪৯ বছর পূর্তিতে আজ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মা পেয়েছে শান্তি- ঘৃণ্য যুদ্ধাপরাধীদের অনেকের বিচার সম্পন্ন হয়েছে। আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সি বলেন, বিজয়ের এই মাসে বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটুক্তি করার ধৃষ্টতা দেখায় কিংবা ভাস্কর্য ভেঙ্গে ফেলে তাদেরকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধর্মব্যবসায় যারা লিপ্ত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা প্রয়োজন। বিজয়ের এই মাসে আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পক্ষে আমি এই মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং কুতুবপুর বাসীকে আমার অন্তরের অন্তস্থল থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।