মোত্তালিব সরকার বগুড়া প্রতিনিধি:
আজ বুধবার বিকালে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে বাঙ্গালি নদী রক্ষার্থে অবৈধভাবে মাটি উত্বোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে আইন লঙ্ঘন করে খনন যন্ত্র দিয়ে মাটি উত্বোলন করার অপরাধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুসারে ওই এলাকার মোঃ শহিদুল ইসলাম সরকারকে নগদ এক লক্ষ =১০০০০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর (খনন যন্ত্র) ও মাটি পরিবহন কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শেরপুর থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত কার্যক্রম শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা শারমিন গনমাধ্যমকে বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।