বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশ যখন উন্নয়নের পথে চলছে তখন এই বিজয়ের মাসে স্বাধীনতা অপশক্তি জামায়াত-বিএনপির দোসররা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তি এবং ভাঙ্গার মত দুঃসাহসিকতা দেখায়। স্বাধীনতার এই মাসে যুদ্ধাপরাধী এবং যারা এখনও আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার দুঃসাহসিকতা দেখায় তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবেদন জানাই। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান যার অনুপ্রেরণায় আমরা তৃণমূল কর্মীরা এখনো রাজপথে স্বাধীনতা অপশক্তিকে নির্মূলের জন্য আছি এবং থাকব। আমরা তৃণমূল কর্মীরা বিজয়ের এই মাসে শুধু বলে দিতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বাধীনতা অপশক্তির কোন জায়গা নেই। বিজয়ের এই মাসে বঙ্গবন্ধু ও তার পরিবার, মুক্তিযুদ্ধা এবং সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। কুতুবপুরবাসি কে বিজয়ের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।