নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার কদমতলী থানাধীন ঢাকা মহানগর দক্ষিণ ৬০ নং ওয়ার্ডের সরকারি এমপিওভুক্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জনতাবাগ উচ্চ বিদ্যালয়। আজ বুধবার সকালে ১৬/১২/২০ ইং তারিখ মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যকে সহ মুক্তিযুদ্ধের সময় সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতাবাগ উচ্চ বিদ্যালয় স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জি এম কামাল খান, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষিকা আমেনা আক্তার, প্রবীণ ধর্মবিষয়ক শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ৬০ নং ওয়ার্ড দক্ষিণ সিটি মেয়র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগ নেতা (সাবেক ছাত্রনেতা) মাকসুদুর রহমান সুজন সহ স্কুল কমিটির সকল শিক্ষক-শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
এই ক্যাটাগরীর আরও খবর..