
নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬/১২/২০ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ-২০২০ অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এসময় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পাঠ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন আহমেদ, প্রধান আলোচক হিসেবে ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনিরুল আলম সেন্টু, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ রোকন উদ্দিন রোকন, উদ্বোধক ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ সানোয়ার হোসাইন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদকেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বাচ্চু সহ আরো অনেকে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ মুন্না।
সর্বশেষে, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য সহ মুক্তিযুদ্ধের সময় সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয় এবং নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি সহধর্মিনী দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় বিদেশে সুচিকিৎসার জন্য গিয়েছেন তার জন্য দোয়া চাওয়া হয়।
এই ক্যাটাগরীর আরও খবর..