
নিজস্ব প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর বায়তুল হাসান কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গতকাল বুধবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট খেলার বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার এবং রানার্সআপ দলকে ট্রফি বিতরণ করা হয়।
এছাড়াও সারাদিন ব্যাপী বিজয় দিবস উপলক্ষে এই মাঠটিতে প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন ধরনের গ্রাম বাংলার খেলা অনুষ্ঠিত হয়। এর জন্যও এই এলাকার ছোট বড় সকলকে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা ও মালেক সংসদের প্রতিষ্ঠাতা এবং দৌলতপুর ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষক মোঃ আব্দুল মালেক মুন্সি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৫ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম, নবীন গ্রুপের চেয়ারম্যান শেখাউল ইসলাম চৌধুরী, হাজী রোমান, রুবেল সহ মালেক সংসদের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ৫ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওসমান গনি মিঠু, পরিচালনা করেন,দৌলতপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি।
আয়োজনে ছিলেন, কৃষ্ণ, আবির, সোহাগ, পলাশ, ইয়াসিন, শুভ, জাদব, জনি, ইব্রাহিম, জীবন।
এই ক্যাটাগরীর আরও খবর..