নিজস্ব প্রতিনিধিঃ১৬(ডিসেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ সদর উপজেলা শাহীমহল্লা আমতলায় কুতুবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে, আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই এই গান দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এম ও এফ খোকন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, সমসাময়িক রাজনীতি ও মাদক এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে কথা বলেন বক্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন, পাগলা বাজার সমবায় সমিতির সাবেক সভাপতি শাহ আলম গাজী টেনু , কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন ৪-৫-ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বি এম ডাঃ আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পাগলা বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু, যুবলীগ নেতা শ্যামল,সহ আওয়ামীলীগ, যুবলীগ, ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।