নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সদা হাস্যজ্জল একজন সাদা মনের জনপ্রতিনিধি মেম্বার আলাউদ্দিন হাওলাদার। আজ ২৩/১২/২০ ইং তারিখ বুধবার তার একমাত্র ছেলের পুত্র মোঃ তাহসিফের শুভ জন্মদিন। মোঃ তাহসিফের ১ বছর পূর্ণ হল। এই উপলক্ষে মেম্বার আলাউদ্দিন হাওলাদার পারিবারিকভাবে কেক কেটে তার নাতি মোঃ তাহসিফের জন্মদিন পালন করলেন।
এ সময় তিনি বলেন, আমার এক মাএ ছেলের ঘরের নাতি মোঃ তাহসিফ এর এক বছর পুরন হলো। শুভ জন্ম দিন। আমার নাতি মোঃ তাহসিফের জন্য সকলের কাছে দোয়া চাই।