নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৬-১২-২০২০ রোজ শনিবার চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর সার্বিক সহযোগিতায় ভূইগড় রুপচাঁন এর মার্কেট হইতে ওয়াসিম ও গিয়াসউদ্দিন এর বাড়ি হয়ে মিনার বাড়ি পর্যন্ত ড্রেন সেলাপ সহ রাস্তা সি সি ঢালাই এর কাজ শুভ উদ্বোধন করলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মাতবর।
এসময় তার সাথে ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ সচিব আবুুু হানিফা, শামীম মোল্লা সহ এলাকাবাসী।
এসময় নজরুল ইসলাম মাতবর বলেন, আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন করার জন্য। জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হব। আর আজকের ড্রেন সেলাব সহ রাস্তা সিসি ঢালাইর কাজটা ভালো ভাবে শেষ করতে পারি সবাই দোয়া করবেন।