রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর সার্বিক সহযোগিতায় ৪নং ওয়ার্ড মেম্বার জামান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ২৭/১২/২০ ইং তারিখ রবিবার সকালে (১০) দেলপাড়া উত্তর মহল্লায় ইমানের দোকান হইতে খোদাইবাড়ী জামে মসজিদ পর্যন্ত রাস্তার সিসি ঢালাই এর শুভ উদ্বোধন করা হলো।
এসময় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উপাধি খেতাবপ্রাপ্ত তিন তিনবারের সফল চেয়ারম্যান এবং ৪ নং ওয়ার্ড মেম্বার জামান মিয়া উপস্থিত থেকে এই রাস্তার শুভ উদ্বোধন করেন।
এসময় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন, মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর। মুসল্লিরা যেন সুন্দরভাবে যাতায়াত করে নামাজ পড়তে পারে সেজন্য ইমানের দোকান হতে খোদাই বাড়ী জামে মসজিদ পর্যন্ত রাস্তাটির বালু ভরাট ও সি সি ঢালাই শুভ উদ্বোধন করলাম। কাজের পরিমাণ ২২২x১.৮৩০ মিটার। এই রাস্তাটির অর্থায়নে ছিল, এলজিএসপি-৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশনা অনুযায়ী সরকারি বাজেট মোতাবেক আমি চেষ্টা করেছি আমার কুতুবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নের এবং প্রতিনিয়ত রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে।
৪ নং ওয়ার্ড মেম্বার জামান মিয়া বলেন, আমার ওয়ার্ড এর যাতায়াত ব্যবস্থা সুন্দর করার লক্ষ্যে প্রতিনিয়ত আমি কাজ করে যাচ্ছি। আজ আমাদের কুতুবপুর ইউনিয়নের অভিভাবক চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর সার্বিক সহযোগিতায় ও তার উপস্থিতিতে, এলজিএসপি-৩ এর অর্থায়নে ইমানের দোকান হইতে খোদাই বাড়ি জামে মসজিদ পর্যন্ত রাস্তাটির বালু ভরাট ও সিসি ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন করলাম। আল্লাহর অশেষ রহমতে এখন মুসল্লীরা নির্বিঘ্নে চলাফেরা করে মসজিদে যেতে পারবে। এছাড়াও, বেশ কয়েকটি রাস্তাঘাট এর বালু ভরাট ও সিসি ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। আমার ৪ নং ওয়ার্ডবাসী দোয়া করবেন যেন আমি এই কাজগুলো আমার বিগত পাঁচ বছরের ওয়াদা অনুযায়ী সম্পূর্ণ করতে পারি।