নিজস্ব প্রতিনিধিঃ ২৬ (ডিসেম্বর) রোজ শনিবার মাগরিবের পর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা মধ্য রসুলপুর হোসেন মার্কেট এলাকায় বাংলাদেশ (ইনসাব) ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা ২নং শাখা কমিটির উদ্যোগে মাসুম আহমেদ রাজের সভাপতিত্বে সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের উপস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাসদ এর চেয়ারম্যান সাগরিকা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক কবির উদ্দিন, ফতুল্লা থানা তাঁতী লীগের সভাপতি রফিকুল ইসলাম লাল, মধ্য রসুলপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার , রসুলপুর মাদ্রাসা সাধারণ সম্পাদক নুরুল হক , বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক, উত্তর রসুলপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ২ নং শাখা কমিটির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা।