নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৮/১২/২০ ইং তারিখ সোমবার সকালে ভূইগড় পুরান বাজার আলেক খন্দকার এর মার্কেট হতে হাজী বদরউদ্দিন সাউদ এর বাড়ি হয়ে মমিন খন্দকার ও আমির খন্দকার বাড়ি হয়ে করবআলী সাউদ বাড়ি হয়ে মরহুম কামরুজ্জামান খন্দকার এর বাড়ি পর্যন্ত মোট ৭০০ ফিট ড্রেন ও স্লাপ এবং রাস্তা সিসি ঢালাই এর শুভ উদ্বোধন করা হলো।
কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এর সহযোগিতায় এবং প্যানেল চেয়ারম্যান কুতুবপুর ইউনিয়ন পরিষদ ও সদস্য ৩ নং ইউপি মোঃ নজরুল ইসলাম মাতবর এর তত্বাবধানে কাজের উদ্বোধন করা হয়।
এসময় মোঃ নজরুল ইসলাম মাতবর নিজে উপস্থিত থেকে রাস্তাটির শুভ উদ্বোধন করেন। তিনি ৮৩ নং ভূইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতির দায়িত্বেও রয়েছেন। সাথে উপস্থিত ছিলেন মোঃ জামান মিয়া, সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড বিএনপি।
আরো উপস্থিত ছিলেন মোঃ কে এম ইন্নামিন খন্দকার, মোঃ সাইফুল মাহমুদ, মোঃ মাসুদ মাতবর এবং এলাকায় গন্য মান্য ব্যাক্তি বর্গ।