নিজস্ব প্রতিনিধিঃ
৪৯তম মহান বিজয় দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটি। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল শহীদ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম, ঢাকা দক্ষিণের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক চান মিয়া, ঢাকা উত্তরের সিনিয়র সভাপতি কাশেম মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহিলা সম্পাদিকা মুক্তা বেগম, সালমা বেগমসহ আরো অনেকে। সভাপতির বক্তব্যে আব্দুল শহীদ কাজল বর্তমান সরকারের নানা উন্নয়ন তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরা রাজনীতি করছে তাদের শক্ত হাতে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।