নিজস্ব প্রতিনিধিঃ ইংরেজি বর্ষ ২০২০ কে অতিক্রম করে নতুন একটি বছরের অপেক্ষায় পুরো বিশ্ব। ২০২০ সালটি পুরো বিশ্বের জন্য একটি আতঙ্কের বছর ছিল। করোনা দুর্যোগ মহামারীতে পুরো বিশ্বে হাজার কে ছাড়িয়ে লাখে পরিণত হয়ে মানুষ মারা গিয়েছে। অর্থনৈতিক মন্দাও ক্ষতিগ্রস্ত করেছে বিশ্বের প্রতিটি রাষ্ট্র কে। সেই দিক থেকে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট ন্যায় নীতির মাধ্যমে রাষ্ট্রপরিচালনার কারণে অর্থনৈতিক চাকা সর্বসময় উন্নতির দিকে ঘুরছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সির পক্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ কর্মী শেখ মাহবুব বলেন, বিগত ২০২০ সালে আমাদের নারায়ণগঞ্জ সারাবিশ্বের ন্যায় করোনা দুর্যোগের কারণে রেড জোনে পরিণত হয়েছিল। আল্লাহর রহমতে আমরা এই করোনা থেকে কিছুটা মুক্তি পেয়েছি। সকলে সচেতন থাকুন মাক্স পড়ে ঘরের বাহিরে বের হবেন। আসছে নতুন বছর সকলের ভালো কাটুক। কুতুবপুর বাসি সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হ্যাপি নিউ ইয়ার-২০২১।