রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আসন্ন। কুতুবপুর ইউনিয়ন পরিষদে ৪ ও ৫ নং ওয়ার্ডের বেশ কয়েকজন নতুন প্রার্থী দেখা যাচ্ছে। তবে প্রতিটি ওয়ার্ডের জনগণের প্রত্যাশা একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন।
আসন্ন নির্বাচনে কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের একজন সৎ ও যোগ্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক, উত্তর-পূর্ব শাহী মহল্লা পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর হাসান জামে মসজিদের সদস্য হাজী দেলোয়ার হোসেন সুজন মাদবর।
প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, আমি করোনা দুর্যোগকালীন সময়ে আমার নিজস্ব অর্থায়নে সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার নেতা নারায়ণগঞ্জের সিংহ পুরুষ আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ৫ নং ওয়ার্ডের দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো এলাকার মসজিদ কমিটি সমাজ উন্নয়ন কমিটি, থানা কমিটির সাথে সমন্বয় করে কিশোর গ্যাং কে প্রতিহত করে মাদক, ইভটিজিং নির্মূল করব। খেলাধূলা বিনোদন এর আয়োজন করব। যাতে করে যুবসমাজ খারাপ কাজ থেকে বিরত থাকে। আমাদের এই ওয়ার্ডে এখনো জলাবদ্ধতা এবং পানি সমস্যা রয়েছে আমি অবশ্যই জলাবদ্ধতা পানি সমস্যা নির্মূল করব, শতভাগ নিষ্কাশন ব্যবস্থা করব। বাল্যবিবাহ বন্ধ করতে নারীশিক্ষা জোরদার করব। আর্থিক সমস্যার কারণে যে সকল মেয়েদের বাল্যবিবাহ দিয়ে দেয় বাল্যবিবাহ রোধ করে তাদের পড়াশোনার ব্যবস্থার জন্য আমি আর্থিক সহায়তা করব। আমার ওয়ার্ডে অবশ্যই শতভাগ শিক্ষিত নিশ্চিত করবো। আমি নির্বাচিত হলে আমার ৫ নং ওয়ার্ডের জনগনের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন করবো। নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্ম সনদ, মৃত্যু সনদ সরকারি নির্দেশনা অনুযায়ী বিতরণ করব। ভূমি দস্যুদের উৎপাত এ যেন সাধারণ জনগণ হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখবো এবং যারা সাইনবোর্ড লাগিয়ে ভূমি দখল করে তাদের সাইনবোর্ড উঠিয়ে ফেলব। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করিনা। জনগণের প্রত্যাশা ও ভালোবাসায় আসন্ন নির্বাচনে আল্লাহর রহমতে কুতুবপুর ইউনিয়নের মেম্বার নির্বাচিত হব। আর নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবক সেবক হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন, সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশও করোনা দুর্যোগে বিপর্যস্ত। বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ রেড জোনে ছিল। এখন অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সামনে আসছে নতুন একটি বছর। এই বছর যেন সবার জন্য সুখকর হয় দোয়া করি। বিশেষ করে, কুতুবপুর ৫নং ওয়ার্ড বাসীকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
কুতুবপুর ৫ নং ওয়ার্ড পদপ্রার্থী হিসেবে কতটুকু যোগ্য হাজী দেলোয়ার হোসেন সুজন মাদবর এ ব্যাপারে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনগণ জানায়, সর্বসময় আমাদের ওয়ার্ডের মানুষের পাশে ছোটকাল থেকেই ছিলেন। মানবসেবায় ছাড়া এই মানুষটি কিছুই বোঝেনা। সততার সাথে চলে যাচ্ছে এবং সর্বসময় অন্যায় কে প্রশ্রয় দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তার মতো একজন যোগ্য মানুষ ৫ নং ওয়ার্ড মেম্বার হলে আমরা একজন যোগ্য জনপ্রতিনিধি পাব।