নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব এবং জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। যার কঠোর পরিশ্রমে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সঠিক দিক নির্দেশনা অনুযায়ী ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সেই মহৎ মানুষটির আজ ২/১/২১ ইং তারিখ জন্মদিন ছিল।
তার জন্মদিন উপলক্ষে, স্কুলটির সহকারি প্রধান শিক্ষিকা আমেনা আক্তারের নেতৃত্বে স্কুলটির প্রবীণ ধর্মবিষয়ক শিক্ষক আব্দুল আজিজ, সাইন্স ডিপার্টমেন্টের শিক্ষক মাকসুদুল, ইংরেজি শিক্ষক আব্দুল আজিজ সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেক কেটে প্রধান শিক্ষক জাকির হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় স্কুলটির এসএসসি-২০১১ ব্যাচের স্টুডেন্ট বর্তমানে দৈনিক দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার রাহাদ হোসেন উপস্থিত ছিল।
প্রধান শিক্ষক জাকির হোসেনের জন্য এ সময় হুজুর তার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন।