নিজস্ব প্রতিনিধিঃ করোনা দুর্যোগের কারণে ২০২০ সালটি শিক্ষাক্ষেত্রে অনেক বিপর্যস্ত হয়েছে। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সুদূর প্রসারিত করার জন্য সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় অনলাইনের মাধ্যমে পড়াশোনা অব্যাহত রাখার জন্য ব্যবস্থা করেছেন। যাতে করে ছেলে মেয়েদের পড়াশোনা ব্যাহত না হয়। নতুন বছর যেন পড়াশোনা থেকে শুরু করে সর্বদিক দিয়ে ভালো কাটে সেই জন্য ব্যবস্থা নিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক সেই লক্ষ্যে, শহর থেকে গ্রামান্তরে সর্বখানে পৌঁছে গিয়েছে শিক্ষার্থীদের জন্য বই-পুস্তক।
সেই ধারা অব্যাহত রেখে, কদমতলী থানাধীন হাজী অছিম উদ্দিন ভূঁইয়া সড়ক, জনতাবাগ আবাসিক এলাকার সুনামধন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পাঠানো বই উপহার আজ ২/১/২১ ইং তারিখ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন স্কুলটির প্রধান শিক্ষক জাকির হোসেন
সহ স্কুলটির সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।