নিজস্ব প্রতিনিধিঃ তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ব্রিজ মার্কা প্রতীক নিয়ে পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে রাসেল শিকদার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ কারণে গতকাল ৩/১/২১ ইং তারিখ রবিবার বিকালে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তিনি ব্রিজ মার্কায় ভোট চান।
এসময় প্রধান অতিথি সাবেক তারাবো যুবলীগ সভাপতি আব্দুল আউয়াল বলেন, রূপগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, তারাবো পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। তাই আমরা এই ওয়ার্ডে আসন্ন নির্বাচনে রাসেল শিকদারের মত একজন যোগ্য মানুষকেই মনোনীত করেছি। কারণ তিনি আওয়ামী লীগের একজন সৎ ও নিষ্ঠাবান কর্মী। জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা গতবারের মতো এবারও রাসেল শিকদারকে চারগুণ ভোটে জয়যুক্ত করবেন আমি আশাবাদী। কারণ রাস্তাঘাট উন্নয়ন, ভূমিদস্যু, চাঁদাবাজ নির্মূলে এই ছেলেটি নিরলস পরিশ্রম করে গিয়েছেন।এই ওয়ার্ডে যদি রাসেল শিকদার নির্বাচিত না হয় তাহলে আওয়ামী লীগের ঘাঁটি অন্যের হাতে চলে যাবে। আমি এই ওয়ার্ডের সকল আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের কাছে বলছি, রাসেল সিকদারকে ভোট দিলে আপনাদের তৃণমূল কর্মীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। আর অবশ্যই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাসেল শিকদারকে আসন্ন ১৬ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে সম্পূর্ণ বৈধভাবে ব্রিজ মার্কা প্রতীকে আপনাদের ভোটটি দিবেন।
ব্রিজ মার্কা প্রতীক কাউন্সিলর রাসেল শিকদার বলেন, আমি আপনাদের সন্তানের মত। আপনারা যেভাবে উন্নয়নের কথা বলেছেন আমি চেষ্টা করেছি। আমার নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর নির্দেশনা অনুযায়ী কর্ণগোপ এবং মাসাবো এর রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সহ সিসি ডালাইর কাজ চলমান। যেখানে অচিরেই আলোক সজ্জিত রাস্তা হবে। তেমনি করে আপনাদের কান্দাপাড়ার রাস্তার অবস্থা খুবই নাজুক ছিল। আমি নির্বাচিত হবার পর রাস্তা পিচ ঢালাই করে দিয়েছি। প্রাইমারি স্কুলের ব্যবস্থা করেছি। ভূমিদস্যু নির্মুলে সক্ষম হয়েছি। করোনাকালীন সময় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আপনাদের এই এলাকার একটি ব্রিজের কাজ চলমান। আরো একটি ব্রিজ করে দিলে এলাকার যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আরো একটি ব্রিজ নির্মাণসহ এই কান্দাপাড়ার রাস্তা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনবো। ড্রেনেজ ব্যবস্থা সহ প্রতিটি রাস্তা সিসি ঢালাই এবং আলোক সজ্জিত করার ব্যবস্থা করব। আমার মার্কা ব্রিজ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আমি একজন তৃণমূল কর্মী হিসেবে যদি আবারো কাউন্সিলর নির্বাচিত হই কথা দিচ্ছি যে সকল রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট এর কারণে যাতায়াত ব্যবস্থা অসুবিধা হচ্ছে আমি করে দেব।
কান্দাপাড়ার মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এর কর্মীরা জানান, আমরা বিগত বারের মত এবারও কাউন্সিলর রাসেল শিকদার কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহর রহমতে কাউন্সিলর রাসেল শিকদার বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তার প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন করবে।
এ সময় তারাবো পৌরসভা ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সহ কান্দাপাড়ার জনগণ উপস্থিত ছিলেন।