ফেনী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংসদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে ৪ ছাত্রদলের নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন।১. মোহাম্মদ মিল্লাত হোসেন দপ্তর সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল ২.শাহাদাত উল্ল্যাহ ৩.আব্দুল মোতালেব বিকাশ ৪.নাজিম উদ্দিন সদস্য এয়ী ফেনী জেলা শাখা আজ০৪-০১-২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত চার নেতা সাংগঠনিক পদ-পদবী ব্যবহার ও গঠনতান্ত্রিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হলো জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এই সিদ্ধান্তটি অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী প্রেসবিজ্ঞপ্তি প্রেরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল প্রসঙ্গত গত সাতে ডিসেম্বর ফেনী জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সংরক্ষিত প্যাডে কেন্দ্রীয় সংসদ থেকে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করে। এই তিনজন কেন্দ্রের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে। নিজেরাই পাল্টা কমিটি ঘোষণা করে নিজেরাই নিজেদেরকে আহব্বায়ক ও সদস্য সচিব দাবি করে।