নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্ধারিত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নির্দেশে নবগঠিত কদমতলী থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেনের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলাবদ্ধ হয়ে নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জিহাদ।
পরিচ্ছন্ন ও মেধাবীদের অংশগ্রহনে একটি আলোকিত ছাত্রলীগ ইউনিট গঠনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থানা ছাত্রলীগ করার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন জিহাদ। অসহায় ছাত্রদের পাশে থেকে নিজেকে বিলিয়ে দিবেন বলে জানান। বিশাল আয়োজনে ৫৯নং ওয়ার্ডের নন্দিত কাউন্সিলর শ্রী আকাশ কুমার ভৌমিককে প্রধান অতিথি করে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উৎযাপন করা হয়েছে।
বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা পালন করা হয়। এ উপলক্ষে সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।