রাহাদ হোসেনঃ গতকাল ৪ জানুয়ারী, সোমবার রাত ৮:৩০ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কদমতলী থানা ছাত্রলীগের উদ্যোগে মেরাজ নগর এলাকায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আকাশ কুমার ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কদমতলী থানা ওসি অপারেশন,জাকির হোসেন,সহ সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, রেজাউল করিম মুন।
আরো উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আমিনুর রহমান তারা, সহ প্রচার সম্পাদক, মাসুদ রানা, শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি স্বপন দেওয়ান, ৮নং ইউনিটের সভাপতি নুরুল আমিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগের সকল নেতা কর্মী বৃন্দ।
সঞ্চলনার দায়িত্বে ছিলেন ঢাক মহানগর দক্ষিণ যুবলীগের সহ সম্পাদক সোহাগ শাহরিয়ার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলী থানা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক মোঃ জিহাদ হোসেন মাতুব্বর।
এইসময় প্রধান অতিথি কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। এই ছাত্রলীগ ১৯৭১ সালের ২৫ ই মার্চ কালো রাতে এদেশে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করার লক্ষ্যে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ছাত্ররাই উর্দু নয় বাংলায় হবে এদেশের রাষ্ট্রভাষা সেই লক্ষ্যে রাজপথে রক্ত দিয়ে ভাষা আন্দোলনকে জয় করেছিল।
ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধুু এবং জননেত্রী শেখ হাসিনার আস্থার কর্মী হয়ে কদমতলী থানা ছাত্রলীগ নেতাকর্মীরা বিশেষ করে জিহাদ তার পরিশ্রম করে, জিহাদের সাথে যারা আছে তারা পরিশ্রম করে নতুন কমিটিতে সৎ নির্ভীক বিধায় পদবী পেয়েছেন। আমার এখানে যারা ই ছাত্রলীগ নেতাকর্মী আছে তাদের চোখে ধান্দাবাজির চিহ্ন দেখি নাই। আমি দেখেছি জননেত্রী শেখ হাসিনা যেই ছাত্রলীগের স্বপ্ন দেখেন সেই ছাত্রলীগ কদমতলী থানার নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের যত বড় বড় নেতা-কর্মী আছেন তারা ছাত্রলীগ থেকে এসেছেন।আমিও একসময় বাগানবাড়ি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাই সকলকে জানাই স্বাগতম।
অনুষ্ঠানটি শেষ হয় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে।