রাহাদ হোসেনঃ গতকাল ৮/১/২১ ইং তারিখ শুক্রবার রাতে নিশ্চিন্তপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-২১ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় অনুষ্ঠানের প্রধান আইকন হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা এমওএফ খোকন।
এই টুর্নামেন্টটির স্পন্সরশীপের দায়িত্বে ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী (জান্নাত এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা) হাজী দেলোয়ার হোসেন সুজন মাদবর, প্যানোরোমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান, আবুল হোসেন নাঈম, কাজী এন্টারপ্রাইজ এর প্রোপাইটর কাজী অনিক, মোঃ রাজ।
এই সময় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এমওএফ খোকন বলেন, বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান যার জন্ম না হলে এই সোনার বাংলাদেশ পেতাম না আমি সর্বসময় স্মরণ করি সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমি স্মরণ করছি নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রাণ আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব একেএম শামীম ওসমান কে। যিনি আমাদের কুতুবপুর ইউনিয়নে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছেন। আমরা বিগত সময়ে অনেক এমপি-মন্ত্রী দেখেছি কিন্তু আমার রাজনৈতিক অভিভাবক এমপি শামীম ওসমান এই এলাকার রাস্তাঘাট উন্নয়নে যে অবদান রেখেছেন তা অকল্পনীয়। এমনকি তিনি ডিএনডি বাঁধ নির্মাণের জন্য যে আশ্বাস দিয়েছেন তা অচিরেই তিনি করে দিবেন।
এলাকার যুব সমাজের জন্য খেলাধুলার জায়গা নেই, অবশ্য আমাদের কুতুবপুর একটি স্টেডিয়াম থাকা সত্ত্বেও দূর বিধায় প্রতিটি এলাকার যুবসমাজ খেলাধুলা করতে যেতে পারে না। তাই সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। এসময় নিশ্চিন্তপুর যুবসমাজকে তিনি আশ্বস্ত করে বলেন, তোমাদের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা খেলাধুলার অনুষ্ঠানের পাশে আমি এমওএফ খোকন সর্বসময় পাশে আছি থাকবো। কারণ, আজকের শিশু-কিশোর যুবসমাজ আগামী দিনের ভবিষ্যৎ। মাদক ইভটিজিং কিশোর গ্যাং নির্মূলে খেলাধুলা ও সাংস্কৃতিক বিনোদনের বিকল্প নেই।
সর্বশেষে তিনি বন্ধুকে নিয়ে একটি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে বক্তব্য শেষ করেন,
“যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা ফিরে পেতাম জাতির পিতা”
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, সমিক সরকার, মজিবুর মাদবর, আলাউদ্দিন, শাজাহান মিয়া, লিয়াকত মিয়া, হায়দার আলী আলী আরশাদ, মিলন, দুলাল সরকার, মিঠু, রফিক, আলমগীর মাস্টার, বরকত, কে এম ইয়াছীন আলী।
এসময় জয়ী দল নিশ্চিন্তপুর লিজেন্ড কে এবং রানারআপ দল কিং এলাবেন এর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।