নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের নির্বাচন আসন্ন। প্রতিটি ওয়ার্ডের জনগণের প্রত্যাশা একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। এলাকা থেকে মাদক নির্মূল, নাগরিক সুবিধা সুনিশ্চিত, রাস্তাঘাট উন্নয়নে যেন প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত মেম্বার সুদৃষ্টি দেয়, শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে এটাই প্রতিটি ওয়ার্ডের জনগণের প্রত্যাশা।এ দৃষ্টিকোণ থেকে কুতুবপুর ইউনিয়নে প্রতিদিনই ৫ নং ওয়ার্ডের নতুন নতুন প্রার্থী দেখা যাচ্ছে। সামনে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকার উন্নয়নে নতুন নতুন আশার আলো দেখাচ্ছে। তবে তার মাঝেই জনগণ যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।
এ ব্যাপারে দেশ ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিবেদক রাহাদ হোসেন এর সাথে একান্ত সাক্ষাৎকারে ৫ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী, একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি, অসহায় মানুষের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, পূর্ব শাহী মহল্লা আল আকসা জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী ফজলুর রহমান মাদবর বলেন, ৫ নং ওয়ার্ডের জনগণের ভালোবাসার কারণেই মেম্বার পদপ্রার্থী হতে চাচ্ছি। আমার ওয়ার্ডের যেসকল রাস্তাঘাট এখনো চলাচল করার জন্য অনুপোযোগী সেসকল রাস্তাঘাট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নারায়ণগঞ্জের সিংহ পুরুষ আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির নির্দেশনা অনুযায়ী করে দেব। বিশেষ করে এই ওয়ার্ডটিতে মশার উপদ্রব খুবই বেশি। যেকোনো সময় ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিতে পারে। তাই নির্বাচিত হলে মশার উপদ্রব নির্মুলের ব্যবস্থা করব। যুবসমাজের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। যাতে করে বর্তমানে একটি ব্যাধি কিশোর গ্যাং এবং ইভটিজিং, মাদক নির্মূল করা সহজতর হয়। যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে নবনির্বাচিত চেয়ারম্যান এর নির্দেশনা অনুযায়ী আমার ওয়ার্ডের জনগণের পাশে দাঁড়াবো। নাগরিক সুবিধা শতভাগ সুনিশ্চিত করতে চেষ্টা করব। আমার ওয়ার্ডে একটি ভালো উন্নত মানের হাসপাতাল নেই। উন্নত চিকিৎসার অভাবে যেন বিপদ না ঘটে তার জন্য নির্বাচিত হবার পরেই একটা উন্নত মানের হাসপাতাল তৈরির জন্য এমপি মহোদয়ের কাছে সুপারিশ করব। আল্লাহপাক রব্বুল আলামীন সহায় হলে আমি অবশ্যই নির্বাচিত হব। আমি আশাবাদী আমি নির্বাচিত হব, কারণ জনগনের ভালোবাসায়ই আমার মূল চালিকাশক্তি। আমি করোনা দুর্যোগকালীন সময়ে আমার নিজস্ব অর্থায়নে চাল, ডাল, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। আমাদের এই ওয়ার্ডে এখনো জলাবদ্ধতা এবং পানি সমস্যা রয়েছে আমি অবশ্যই জলাবদ্ধতা পানি সমস্যা নির্মূল করব, শতভাগ নিষ্কাশন ব্যবস্থা করব। এমপি শামীম ওসমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি বদ্ধপরিকর থাকবো।
আমার ওয়ার্ডে অবশ্যই শতভাগ শিক্ষা নিশ্চিত করবো। গরিব ছেলে মেয়েদের পড়াশোনা ফ্রী এর ববস্থা করে দেবো। আমি আমার ওয়ার্ডের জনগণকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমার ওয়ার্ডে সুয়ারেজের সুব্যবস্থা হলে চলাচল সহজতর হয়ে যাবে। জলাবদ্ধতা নির্মুল সম্ভব হবে। আর এজন্য আমি নির্বাচিত হলে এমপি মহোদয়, চেয়ারম্যান এর নির্দেশনা অনুযায়ী এবং প্রতিটি বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে সুয়ারেজ লাইন এর ব্যবস্থা করব।আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করিনা, আমি শতভাগ নিশ্চিত আমি জয়ী হব।আমি জনগণের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশী।