মোঃ রফিকুল ইসলামঃ দেশ যখন বিদ্যুৎ গতিতে উন্নয়নের মহাসড়কে ঠিক তখনই একটি ব্রিজ এর সংস্কারের অভাবে দূর্ভোগে পড়েছে কোমলমতি শিশু, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ হাজারো জনগোষ্ঠী । বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়রের রাজগুরু গ্রামে কোল ঘেঁসে নলী বাড়ির সামনে একটি আয়রন ব্রিজ বিগত কয়েক বছর যাবত ভগ্নদশার কারনে বিড়ম্বনায় ওই এলাকার কয়েক হাজার মানুষ। সরজমিনে পরিদর্শনে করে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের ৮ নং ওয়ার্ডের নলী বাড়ি ব্রিজ দিয়ে কোমলমতি শিশু, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয়রা যাতায়াত করে। কিন্তু ব্রিজটির বেহাল দশার কারনে দূর্ভোগে ওই এলাকার সহস্রাধিক মানুষ। স্থানীয় বাসিন্দা হাজী মোঃ মোস্তফা নলী সীমাহীন দূর্ভোগের কথা স্বীকার করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিক বার র্ধণা দিলেও কোন কাজে আসেনি। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, আমাদের ভিতরে টিয়ারের ভাগ হয়! আমি তা নেইনি, আমি ইউএনও এর কাছে ৩ লক্ষ টাকা চেয়েছিলাম ব্রিজটি সংস্কারের জন্য। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রক্রিয়াধীন এর কথা আমাকে জানিয়েছেন । এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পাভেজ বলেন, আমি ব্রিজটির বেহাল দশার খরব জানতে পেরেছি। আগামি জেলা পরিষদের বরাদ্দে ব্রিজটি সংস্কার করে দেব। এদিকে ভূক্তভোগী এলাকারবাসির দাবি অতি দ্রুত ব্রিজটি নির্মানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্নষ্টি কর্মকর্তদের দৃষ্টি কামনা করেন।