মোঃ কাওছার ইসলাম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম মিন্টু ( কালের কন্ঠ ও এশিয়া টিভি),সাধারণ সম্পাদক কায়কোবাদ শামীম ( দৈনিক আমাদের নতুন সময় ও বিজনেস বাংলাদেশ), সহ সভাপতি আাসাদুজ্জামান দুলাল ( দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ জাকির হোসেন ( নয়া দিগন্ত), সাবেক সাধরন সম্পাদক সৈয়দ বাহাউদ্দিন সাইদ ( দৈনিক ভোরের কাগজ), প্রচার সম্পাদক রায়হান( দৈনিক নাগরি ভাবনা ও দৈনিক বর্তমান সময়), কার্যকারী সদস্য এম ফরিদ হোসাইন হাওলাদার ( দৈনিক সময়ের আলো), সদস্য শাহাদত হোসেন ( দৈনিক স্বদেশ প্রতিদিন), সদস্য জাহিদ (দি ইভিনিং নিউজ) মোহাম্মদ সবুজ খান ( মুক্তির টিভি)
এ সময় ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান
সাংবাদিকদের বলেন, আমি ডাসার থানা এলাকাকে মাদক,ইভটিজিং ও সস্ত্রাস মুক্ত করব।
আমি সকলের সহযোগীতা কামোনা করছি।