1. admin@deshomanusherbarta24.com : admin :
যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের কর্মকর্তা হলেন নান্দাইলের জাইন সিদ্দিকী - দেশ ও মানুষের বার্তা
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গণধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ফেরদৌস আলম ভূঁইয়া মিঠু কৃষকদলের দাপটে সেলিমের ড্রেজার ব্যবসা:প্রতিবাদ করায় হামলা ও চাঁদা দাবি “”ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশেই গড়ে উঠেছে মাদকের ঘাটি “” আলহাজ্ব  গিয়াস উদ্দিনকে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসন এমপি পদপ্রার্থী হিসেবে দেখতে চাই- হানিফ মাতুব্বর  লেবাননে ভিসা প্রাপ্তদের ম্যানপাওয়ার বহির্গমনের অনুমতির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন বাংলাদেশের নাইম আবারো ইন্টারন্যাশনাল মেডেল জয় করলো বিদেশের মাটি থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন জুনিয়র স্কলার স্কুল ও নূরবাগ যুব ফোরামের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ফতুল্লায় এশিয়ান টেলিভিশনের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানালেন চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু

যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের কর্মকর্তা হলেন নান্দাইলের জাইন সিদ্দিকী

রিপোর্টার নাম:
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৮৭৭ বার পঠিত

 

শফিকুল ইসলাম শফিকঃ
যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের কর্মকর্তা হলেন ময়মনসিংহের নান্দাইলের ৩০ বছর বয়সি জাইন সিদ্দিকী।

উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে জাইন সিদ্দিকীর পূর্বপুরুষের ভিটা। এই বাড়িতে আছেন তাঁর অনেক স্বজন।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জাইন সিদ্দিক কে নিয়োগ দেওয়া হয়েছে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে।

মার্কিন প্রশাসনের এত উচ্চপদে এর আগে কোনো বাংলাদেশি বসেননি। সেই সূত্রে নান্দাইলের ছোট্ট গ্রাম মাদারীনগরের কথা এখন অনেকের মুখে মুখে।

পরিবারের লোকজন জানালেন,২০১৬ সালে জাইন তাঁর বাবার সঙ্গে মাদারীনগর গ্রামে ঘুরে গেছেন। তবে বর্তমানে তাঁর পরিবারের কেউ ওই গ্রামে থাকেন না। বাড়িতে থাকেন জাইনের চাচাতো ভাই ও বংশের অন্যরা।

জাইনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, জাইনের দাদার নাম আবু বক্কর সিদ্দিক। তিনি এই গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর ছেলে মোস্তাক আহমেদ সিদ্দিকী। চিকিৎসক মোস্তাক আহমেদ ও হেলেনা সিদ্দিকী দম্পতির ছেলে জাইন সিদ্দিকী। জাইনের বাড়িটি এলাকাবাসীর কাছে মজিদ মাস্টারের বাড়ি বলে পরিচিত।

প্রায় ৩৩ বছর আগে তাঁরা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন। সেখানেই জন্ম জাইনের।

জাইন সিদ্দিকীর চাচা মো.বাক্কী মিয়া (৩৫) বলেন, ২০১৬ সালে মোস্তাক আহমেদ সিদ্দিকী যখন মাদারীনগর গ্রামে আসেন, তখন জাইন তাঁর সঙ্গে ছিলেন। এত গুরুত্বপূর্ণ একটি পদে তাঁর নিয়োগ পাওয়ার খবরে পরিবার ও গ্রামের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। সবাই বলছেন,জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নন, ময়মনসিংহের গর্ব, বাংলাদেশের গর্ব।

বিষয়টি জানাজানি হওয়ার পর দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ছুটে আসছে জাইনদের গ্রামের বাড়িতে। তাঁর জন্য শুভ কামনা জানিয়ে গ্রামের মসজিদে দোয়া মাহফিল হয়েছে, বিতরণ করা হয়েছে মিষ্টি।

জাইনের তিন চাচি বিমলা, লুৎফুন্নাহার ও হেলেনা খাতুন জানান, শেষবার বাবার সঙ্গে জাইন যখন বাড়িতে আসেন, আধাপাকা টিনশেড ঘরে রাত যাপন করেছেন সাদাসিধাভাবে। তখন নিজেরাই (চাচি) রান্না করে তাঁদের খাইয়েছেন।

জাইনের ফুফু নাহিদ পারভীন মনি জানান, পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় জাইনের বাবা, থাকেন নিউ ইয়র্কে। তাঁদের এক ভাই মারা গেছেন। অন্যরা কানাডার মন্ট্রিয়লে বসবাস করেন।

জাইন সিদ্দিক প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসনের উচ্চপদে নিযুক্ত হলেন। তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পড়াশোনা করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল স্কুলে।

জাইন বর্তমানে জো বাইডেন-কমলা হ্যারিস ট্রানজিশন টিমের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক দলের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রস্তুতি দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এর আগে বেটো ও’রোরকের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার দলের ডেপুটি পলিসি ডিরেক্টর ও তাঁর সিনেট নির্বাচনের প্রচার দলের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেন জাইন সিদ্দিকী। এ ছাড়া বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটের ইউএস কোর্ট অব আপিলসের বিচারক ডেভিড টাটেল ও ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ডিন প্রিগারসনের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর..
© All rights reserved © 2021 Deshomanusherbarta24
Theme Customized BY WooHostBD