সবুজ সরকারঃ
অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন কুতুবপুর নাগরিক ফোরাম {কুনাফ } ” আসুন নিজে বদলে যাই , সমাজ কে বদলে দেই ” এই স্লোগান কে ধারন করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমাদের পথচলা ।
ভোগে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ এবং দান করার জন্য ধনী হবার প্রয়োজন নেই সুন্দর ইচ্ছাশক্তিই যথেষ্ট এই কথাগুলো প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য বলে আমরা মনে করি । সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবে । কুতুবপুর নাগরিক ফোরাম সংগঠনটি সুনিদির্ষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হচেছ ।
এই সংগঠন টির মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো
১.সংগঠনটি সর্বদা অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে।
২. ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেধাবীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা।
৩.অসহায় ও দুস্থদের সার্বিক সহায়তা করা।
৪.দুরারোগ্য ও ব্যয়বহুল চিকিৎসার রোগে আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান।
৫.গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
৬.যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো।
৭.মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ রোধসহ সামাজিক অপরাধসমূহের বিরুদ্ধে সবাইকে সচেতন করা ও খেলাধুলা ও সামাজিক কাজকর্মে ছাত্র-যুবকদের অংশগ্রহণে সাহায্য করা।
৮.যেকোনো ধরনের বিরোধ বা বৈষম্যের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করা।
৯.বৃক্ষরোপণ, পরিছন্ন ও পরিবেশবান্ধব কর্মকান্ডে অংশগ্রহণ করা।
১০.সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা এবং কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করা।