প্রিয় ২ নং ওয়ার্ডবাসী,
আসসালামুআলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, আপনারা বিগত পাঁচ বছরের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব সততার সহিত পালন করার চেষ্টা করেছি,বাকিটা মূল্যায়ন ০২ নং ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসী ও সম্মানিত ভোটারদের, বিভিন্ন প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার কারণে এখনো হয়তো অনেক এলাকাতে রাস্তাঘাট করতে পারিনি,এই ৫ বছরে প্রায় ৫০ টা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা,সি সি ঢালাই, আর সি সি ঢালাই, স্লাব সহ পাকা ড্রেন নির্মাণ,রাস্তায় মাটি ভরাট, বক্স কালভার্ট নির্মাণ, ভুইগর কেন্দ্রীয় ঈদগা ও কবরস্থানে ১২ টি স্টিক সোলার, তুষারধারা কবরস্থানে ৪ টি স্টিক সোলার, বিভিন্ন মসজিদে অনুদান, বিভিন্ন মসজিদে সৌর বিদ্যুৎ স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি,আমি এই পাঁচ বছরে যে রাস্তাঘাট ড্রেন এর কাজ করেছি ইনশাল্লাহ আগামী ৩০/৪০ বছরেও আর করতে হবে না, এর ফলে কাজের পরিমাণ কমে যাচ্ছে, আবারো যদি সুযোগ পাই কাজ করার, বাকি কাজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, আমি বিশ্বাস করি উন্নয়ন ধারা চলমান থাকলে আগামী ১০ বছরের মধ্যে ২ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা থাকবে না ইনশাল্লাহ, আমার নির্বাচনী এলাকা শান্তিধারা, গিরিধারা, তুষারধারা, উত্তর ভুইগর, ভুইগর পূর্বপাড়া এই এলাকার রাস্তাগুলো দৈর্ঘ্য ও প্রস্থ বেশি হওয়ার কারণে ও এই এলাকার রাস্তাগুলোতে ভাড়ী যানবাহন চলাচলের কারণে আর সি সি ঢালাই করতে হয়, আমাদের পরিষদের বাজেটে সম্ভব নয়, আমাদের ইউনিয়ন পরিষদের বাজেট বা টাকা বরাদ্দের পরিমাণ কম হওয়ার কারণে, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক এলাকার রাস্তাঘাট করতে পারিনি,এই এলাকার রাস্তা গুলো আমাদের মাননীয় এমপি মহোদয় খুব শীঘ্রই করে দিবেন ইনশাআল্লাহ, আমার ভুল ত্রুটি ক্ষমা করে উন্নয়নের ধারা চলমান রাখতে, আবারো আপনাদের সেবা করার সুযোগ দিন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
অনুরোধ ক্রমে
মোঃ জাহাঙ্গীর আলম
সদস্য ০২ নং ওয়ার্ড
কুতুবপুর ইউনিয়ন পরিষদ।
(অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সংগ্রহীত)
এই ক্যাটাগরীর আরও খবর..