গতকাল ৫/২/২১ ইং তারিখ শুক্রবার আসর নামাজ পড়ে ৪ নং ওয়ার্ডের জনবহুল এলাকা দেলপাড়া বাজার থেকে শুরু করে পুর্বদেলপাড়া, খোদাইবাড়ি, মির্জাবাড়ি, পশ্চিম দেলপাড়া, নুরবাগ, কুসুমবাগ, চিতাশাল, দেলপাড়া টাওয়ার পাড়, খালপাড়, মীরবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভোটারদের ঘরে ঘরে আগাম নির্বাচনী সালাম ও কুশল বিনিময় করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ জামান মোল্লা।