নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ী এলাকা। যেখানে রয়েছে বেশ কয়েকটি আবাসিক হোটেল। যাত্রাবাড়ী থানার সুনামধন্য ওসি মাজহারুল আলম কাজল এসব অবৈধ হোটেল অবৈধ কার্যকলাপ সম্পন্ন করার জন্য বন্ধ করে দিয়েছেন। তবে তারপরও প্রশাসনের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাত্রাবাড়ী সুরমা আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা। প্রশাসন বন্ধ করে দিলেও সুকৌশলে চালিয়ে যাচ্ছে এই হোটেলটি।
এ ব্যাপারে প্রতিবেদক সরেজমিনে তদন্ত করতে গেলে রফিক নামে হোটেল মালিক জানান, আমরা প্রশাসনকে প্রতিমাসে বিশাল অঙ্কের মাশোয়ারা দেই। সাংবাদিকরা যতই লেখালেখি করুক আমাদের এই অবৈধ ব্যবসা বন্ধ করতে পারবে না।এ সময় হোটেলটির নিচে দেখা যায়, দালালদের আড্ডাখানা।
উল্লেখ্য, এখান থেকে প্রতিনিয়ত ইলিশ কাউন্টারের গাড়ি মাওয়া ফেরিঘাট টু ঢাকার সাধারণ যাত্রীরা গাড়িতে যাতায়াত করছে। এমন একটি জায়গায় এধরনের হোটেল অনতিবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
যাত্রাবাড়ী থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মাজহারুল আলম কাজল এবং ওসি অপারেশন অয়ন মাহমুদ দ্বীপ এই আবাসিক হোটেল সুরমা বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিলে যাত্রাবাড়ী এলাকার যুব সমাজ বিশাল ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।