
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি ঢালের অবস্থা খুবই নাজুক। প্রায় প্রতিদিনই ১-২ টা অটো রিকশা সিএনজি খাদে পড়ে যায়। এতে করে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়টি জানলেও কখনো রাস্তাটির মেরামতের কাজে এগিয়ে আসেনি। এর আগেও নয়ামাটির ঢাল রাস্তাটির অবস্থা খুবই বিপদজনক ছিল সেসময় নারায়ণগঞ্জ কথা অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র সাংবাদিক আরিফ হাওলাদার এর নিউজ এর উপর ভিত্তি করে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু রাস্তাটির মেরামত করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। তবে এখন রাস্তাটির অবস্থা খুবই বিপদজনক। ঠিক সেই সময় গতকাল ৪/২/২১ ইং তারিখ রাস্তাটির মেরামত করার জন্য এগিয়ে আসলেন আলোর সন্ধানে ছাত্র ও যুব সংগঠন।আলোর সন্ধানে ছাত্র ও যুব সংগঠন এর পাশে এগিয়ে এসেছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা।
তাদের এই মহতী উদ্যোগের কারণে এখন নয়ামাটির ঢাল রাস্তাটি চলাচলের উপযোগী হয়ে উঠেছে। তবে অনতিবিলম্বে রাস্তাটিতে একটি ব্রিজ অথবা কালভার্ট নির্মাণ জরুরী ভিত্তিতে প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। আর না হলে পরবর্তীতে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এই ক্যাটাগরীর আরও খবর..