মোত্তালিব সরকার বগুড়া প্রতিনিধি:বগুড়া শেরপুর পৌর এলাকার দারকি পাড়া হাফিজিয়া এতিমখানার ছেলে মেয়েদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন মানবিক ঢাকা মানব বন্ধু আদম তমিজি হক সাহেবের পক্ষ থেকে মানবিক বগুড়া জেলা শাখা।
এসময় খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন মানবিক বগুড়া জেলা শাখার আহবায়ক, শেরপুর মুন-ইরাফি গার্ডেন সিটি এর ব্যবস্থা পরিচালক আবু নাসের ইশতিয়াক জেমি সহ মানবিক বগুড়া শাখার সকল নেতৃবৃন্দ এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা।
এ সময় আহবায়ক আবু নাসের ইশতিয়াক জেমি বলেন এই মানবিক সংগঠনের পক্ষ থেকে আমরা বরাবরই এতিম অসহায় গরীব দুস্থ মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেই। বিগত দিনে আমরা অনেককেই সাহায্য সহযোগিতা করেছি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ।