রাহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-৫ সংসদ সদস্য ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এবং প্রধান সমন্বয়ক-১৪ দল ঢাকা-৫ নির্বাচনী আসন ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে আজ ৮/২/২১ ইং তারিখ সকালে শীতার্তদের মাঝে প্রায় ১,২০০ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানটি ঢাকা মহানগর দক্ষিণ ৬১ নং ওয়ার্ড ডিপটির গলি হাজী মজিবুর রহমান দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াত পাঠ এবং কোরআনের হাফেজদের সুমিষ্ট ইসলামিক গজল এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়
এদিন প্রধান অতিথি এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনু বিশেষ কারণে অনুপস্থিতি ছিলেন। এসময় হারুনর রশীদ মুন্না কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানটিতে সংক্ষিপ্ত বক্তৃতায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না বলেন,আমার ভাই এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু বিশেষ কারণে আজ অনুপস্থিত। আমি কথা দিচ্ছি, এমপি মনু ভাই কে নিয়ে আবারও এই ৬১ নং ওয়ার্ডে আসব। এই এলাকার উন্নয়নে কি কি প্রয়োজন সেসব নিয়ে আলোচনা করব।
জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সেদিন এলাকার গ্যাস-বিদ্যুৎ সহ আপনাদের যে সকল সমস্যা রয়েছে আপনারা উপস্থাপন করবেন। শীতবস্ত্র বিতরণ এর মত এত সুন্দর একটি আয়োজন এর জন্য বিশিষ্ট সমাজসেবক ও ডিপটির গলি পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ডিপটিকে এবং তার সুযোগ্য সন্তান ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মেজবাহ উদ্দিনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কম্বল বিতরণ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ডিপটির গলি পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ডিপটি।
সভাপতিত্ব করেন, ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মেজবাহ উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন, ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির ১ম যুগ্ম সদস্য সচিব, অহিদুল ইসলাম বিপ্লব, ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কেন্দ্রভিত্তিক যুগ্ম আহ্বায়ক, হারুন অর রশিদ মোশতাক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, আবু বকর সিদ্দিক বাকের, সাধারণ সম্পাদক আহমেদুল করিম (জয়), ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গেসু, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, ৬১,৬২,৬৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন কুয়াশা।
এসময় আরো উপস্থিত ছিলেন, আয়নাল হক মিন্টু, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান সুজন, শারমিন রহমান কাকলি, ৬২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মিলন, নওশাদ আহমেদ রঞ্জু সহ ঢাকা-৫ আসন১৪ টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজন এ ছিলেন, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ।