রাহাদ হোসেনঃ বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান মিয়া গোলাপ একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি মাদারীপুর-৩ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দফতর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন। শুধু তাই নয়় বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নির্বাচিত হবার পর থেকেই মাদারীপুর-৩ আসনে উন্নয়নের জোয়ার বইছে। সেই ধারা অব্যাহত রাখতে তিনি আজ বৃহস্পতিবার, ১১-০২-২০২১ খ্রি. বিকেলে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর নিজ গ্রামে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন কালকিনি মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।