লাভলী আক্তারঃ বিশাল ধনকুবের মালিক মরহুম আলম সাহেবের সুযোগ্য পুত্র জুরাইন আলম সুপার মার্কেট এর মালিক বদরুল আলম লাবু। যিনি দুঃখী দরিদ্র ও মেহনতী মানুষের বন্ধু নামে পরিচিত। তিনি জুরাইন বদরুল আলম লাবু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সমাজের তৃণমূল পর্যায়ের নিপীড়িত ও অসহায় মানুষের জন্য কিছু সহমর্মিতা হয়ে পাশে থাকা। এযাবত যে ক’টি কার্যক্রম শুরু হয়েছে- ১% ব্লাড ব্যাংক (যার মাধ্যমে রক্ত পরীক্ষা-রক্তদান ও প্রয়োজনে রক্ত প্রদান করা ফ্রী ফ্রাইডে ক্লিনিক। যা সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত একজন পুরুষ ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ একজন মহিলা ডাক্তার-শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোগী দেখবেন এবং প্রয়োজনীয় মেডিসিন প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যা অদ্য থেকে চলমান থাকবে। এলাকায় মৃত্যুবরণকারী সকল মৃতের জন্য দাফন ও কবর স্থানের সকল দায়িত্ব পালন করবে-কাফনের কাপড় থেকে শুরু করে কবর দেওয়ার আনুষঙ্গিক ব্যয় বহন করবে। আমরা সকলের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই। আমরা সকলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। গতকাল শুক্রবার ১২/২/২১ ইং তারিখ ঢাকা মহানগর দক্ষিণ জুরাইনের হাজেরা উচ্চ বিদ্যালয়ে জুম্মার নামাজের পর বদরুল আলম লাবু ফাউন্ডেশন এর এই ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর শুভ উদ্বোধন করা হয়।