রাহাদ হোসেনঃ রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে গতকাল ১২/২/২১ ইং তারিখ মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষকদের নিয়ে আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ণমালা স্কুল এন্ড কলেজ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু এবং কলেজটির অধ্যক্ষ, ভূঁইয়া আব্দুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বর্ণমালা স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় আব্দুস সালাম বাবু বলেন, শিক্ষক জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেন শিক্ষক শিক্ষিকা বৃন্দ। করোনার এই সময় দীর্ঘদিন তারা ঘরে বসে ছিলেন। শিক্ষকদেরও আনন্দের কিছু মুহূর্ত থাকা প্রয়োজন। আর তার জন্য এই ধরনের খেলার আয়োজন সর্ব সময় করা প্রয়োজন।
এরপর ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর বিজয়ী শিক্ষক সহ টুর্নামেন্টের সকল শিক্ষক এবং রেফারিকে পুরষ্কার বিতরণ করা হয়।