নিজস্ব প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার রজমানপুর এলাকার দক্ষিন রমজানপুর খালের উপরে নবনির্মিত একটি নতুন ব্রীজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১২/২/২১ ইং তারিখ শুক্রবার সকালে স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার- প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, প্রকৌশলী ইয়াফি, রমজানপুর এলাকার ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা সরদার, প্রবিন আওয়ামীলীগ নেতা নুর ইসলাম ফকির ও মোঃ হাসানাত ফকির প্রমুখ।