নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার মালঞ্চ কমিউনিটি সেন্টারে আজ ১৪/২/২১ ইং তারিখ সকালে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি-জামাত একতরফা নির্বাচন করায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা-৫ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এমপি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, সমন্বয়ক ১৪ দল ঢাকা-৫ নির্বাচনী এলাকা।
পরিচালনায় ছিলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ মুখপাত্র, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু।
এসময় প্রধান অতিথি এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আমাদের বাংলাদেশ উন্নয়নের দিকে সুদূর প্রসারিত হচ্ছে।
বিশ্বের সব রাষ্ট্র যখন করোনায় হিমশিম খাচ্ছে
বঙ্গবন্ধু কন্যার সুনির্দিষ্ট দিকনির্দেশনায় তখন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল। যার দৃষ্টান্ত উদাহরণ, আমাদের বাংলাদেশে এখন করোনা ভ্যাকসিন টিকা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আগামীতে মূল দলে আসার জন্য ঢাকা-৫ এর প্রতিটি নেতাকর্মীকে কালকের জনসভা সফল করতে হবে। প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীই বঙ্গবন্ধুর সৈনিক। তাই আওয়ামী লীগকে যারা ভালোবসেন যারা দলের জন্য পরিশ্রম করছেন তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে। বিশেষ করে, আমাদের বাংলাদেশে পুরুষদের মত নারীরাও এখন পিছিয়ে নেই। নারীশক্তি জোরদার করতে আমার ঢাকা-৫ আসনের মহিলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সকল নারীদের এই আসনটিকে সুসংগঠিত করার লক্ষ্যে এগিয়ে আসতে হবে। আর অবশ্যই নারীরাও যে পিছিয়ে নেই তা প্রমাণ করবে আগামীকাল এর সমাবেশ।
এ সময় সভাপতির বক্তব্যে হারুনর রশিদ মুন্না বলেন, অনেকে ভিজিটিং কার্ড বানিয়ে আওয়ামী লীগ নেতা হয়ে যায়। আওয়ামী লীগের নেতা হওয়া এত সোজা নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যাত্রাবাড়ীর যে সকল নেতাকর্মী রাজপথে ছিলেন যারা বহু অত্যাচার নির্যাতন সহ্য করে একজন আওয়ামী লীগের নেতা হয়েছেন তারাই যাত্রাবাড়ী আওয়ামী লীগের প্রকৃত নেতা।
কালকের সমাবেশ ই বলে দিবে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতটুকু ভালবাসে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা কালকের সমাবেশে উপস্থিত থাকবেন।
এ সময় ঢাকা-৫ এর প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।