নিজস্ব প্রতিনিধিঃ উর্দু নয় বাংলাই হবে এ বাংলার রাষ্ট্রভাষা। সেই প্রতিবাদে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাঙালি ছাত্র জনতা রাজপথে নেমেছিল। রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার বুক। লাল সবুজের সোনার বাংলাদেশে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। আজ আমাদের মাতৃভাষা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেদিন রাজপথে শহীদ হয়েছিল শহীদ, রফিক, সালাম, বরকত সহ আরো অনেকে। তাদের আত্মার মাগফিরত কামনা করে গভীর শ্রদ্ধা জানালেন নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের আস্থাভাজন ব্যক্তি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা, মালেক সংসদেরপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মুন্সি এবং মালেক সংসদের সদস্য মোঃ মেহেদি হাসান বাবুল।