নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ এর শ্রেষ্ঠ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদরাসায় আজ ২১/২/২১ ইং তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৫২ সালের এই দিনে উর্দু নয় বাংলাই হবে এ বাংলার রাষ্ট্রভাষা এই দাবিতে বাঙালি ছাত্র জনতা রাজপথে নেমে রক্তে রঞ্জিত হয়েছিল। শহীদ হয়েছিল শহীদ, সালাম, বরকত রফিক,জব্বার সহ আরো অনেকে।
তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আজ মাদরাসার মাঠ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচ,এম, এ, মালেক , উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর উপজেলা, নারায়ণগঞ্জ, মোঃ আব্দুল খালেক মুন্সি, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ও এই মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি, মোঃ জিয়াউর রহমান,মাদরাসাটির প্রিন্সিপাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাদ্রাসাটির দাতা সদস্য হাজী মোঃ শাহজাহান, অভিভাবক সদস্য মোঃ শাহ আলম, মোঃ আবদুল আউয়াল, শিক্ষানুরাগী সদস্য, মোঃ নজরুল ইসলাম টিপু, স্কুলটির সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং স্কুল কমিটি।
করোনার কারণে দীর্ঘকালীন সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।