নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ওয়ায়েস করনী আদর্শ নগর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহসান উদ্দিন। এই স্কুলটি সভাপতির দায়িত্বে রয়েছেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক মুন্সি। প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন, মোঃ আব্দুল হাই।
আজ ২১/২/২১ ইং তারিখ অমর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে উর্দু নয় বাংলাই হবে এ বাংলার রাষ্ট্রভাষা এই দাবিতে বাঙালি ছাত্র জনতা রাজপথে নেমে রক্তে রঞ্জিত হয়েছিল। শহীদ হয়েছিল শহীদ, সালাম, বরকত রফিক,জব্বার সহ আরো অনেকে।
তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আজ সকালে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচ,এম,এ,মালেক , উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর উপজেলা, নারায়ণগঞ্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলটির সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং স্কুল কমিটি।
করোনার কারণে দীর্ঘকালীন সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শ্রদ্ধা নিবেদন করা হয়।