নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ২০/২/২১ ইং তারিখ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শরীফবাগ এলাকায় শরীফবাগ সবুজ সংঘ এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, একসময়কার তুখোড় ফুটবলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু একাডেমি নারায়ণগঞ্জ জেলারসাধারণ সম্পাদক হাজী মোঃ মীর হোসেন মীরু।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা, ফতুল্লা থানা কৃষকলীগ সভাপতি রশিদ মোল্লা, ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা এবং ৫ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি, মোঃ দ্বীন ইসলাম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, শরীফবাগ সমাজ উন্নয়ন পঞ্চায়েত কমিটির সভাপতি, হাজী মোঃ রশিদুল আহসান রশিদ।
এসময় অনুষ্ঠানের উপস্থিত সকলে সংক্ষিপ্ত বক্তৃতায় এলাকার যুব সমাজকে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। মাদক নির্মূলে খেলাধুলার কোন বিকল্প নেই। যুবসমাজকে উদ্বুদ্ধ করতে প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করলে মাদক এমনিতেই নির্মুল হয়ে যাবে।
এরপর বিজয়ী ও রানার্স আপ দল এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শরীফবাগ সবুজ সংঘ।