নিজস্ব প্রতিনিধিঃ মহান মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাঘরের উদ্যোগে গত ২১/২/২১ ইং তারিখ রাতে মোহাম্মদবাগ বেনারসি কমিউনিটি সেন্টারে নাইট ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২১ অনুষ্ঠিত। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী আকাশ কুমার ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ খলিলুর রহমান খলিল, হাজী মোঃ নুরুল আমিন (নুরু)।
পরিচালনায় ছিলেন,ইশাদ, ফাহাদ, সাগর, জিহাদ।
অনুষ্ঠানটির আয়োজন ছিল মোহাম্মদবাগ খেলাঘর।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী আকাশ কুমার ভৌমিক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ৫৯ নং ওয়ার্ড কে আমি উন্নয়নের রোল মডেলে পরিণত করবো। গুলশান, বনানী এলাকায় যেমন রাস্তাঘাট ঠিক তেমনটি আমার এলাকায় করব। পড়াশোনার মান উন্নয়নে শামসুল হক খান, এ কে হাই স্কুল কিংবা বর্ণমালা স্কুল এর মত আমাদের এই ৫৯ নং ওয়ার্ডেও অত্যাধুনিক স্কুল নির্মাণ করব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। আমি নিজের অর্থায়নে হলেও ৫৯ নং ওয়ার্ডের যুবসমাজের জন্য মাঠের ব্যবস্থা করে দেব। সর্বশেষে তিনি বলেন, আজ ভাষা শহীদ দিবস। উর্দু নয় বাংলাযই হবে বাংলার রাষ্ট্রভাষা সেই দাবিতে বাঙালি ছাত্র জনতা তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার জন্য রাজপথে নেমেছিল। আজ আমরা বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারি। তাই সালাম, বরকত, রফিক, জব্বার সহ যে সকল ছাত্র জনতা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা জানাই।
এরপর বিজয়ী দল গ্রীন স্টার ও রানার্সআপ দলের হাতে পুরস্কার হাতে তুলে দেন।
এ সময় ৫৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।