নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের জনগণ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। ঠিক সেই সময় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উপাধি খেতাবপ্রাপ্ত কুতুবপুর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জসিম উদ্দিন এর উপস্থিতিতে সর্বপ্রথম মশক নিধন অভিযান শুরু করেন ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী রোকন উদ্দিন, পর্যায়ক্রমে ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মাহবুবুর রহমান বাচ্চু মশক নিধনের জন্য মশার ঔষধ ছিটাচ্ছেন ৬ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায়। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে,
মশার প্রবণতা থেকে মুক্ত করতে মহান আল্লাহ তায়ালার রহমতে মশা নিধনকারী যন্ত্র নিজ অর্থায়নে ক্রয় করলেন কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ জামান মিয়া। কুতুবপুর ইউনিয়নের জনগণ আশাবাদী পর্যায়ক্রমে সকল মেম্বার এবং মেম্বার পদপ্রার্থী ও কুতুবপুরের সকল নেতা কর্মী বৃন্দ মশক নিধন অভিযানে এগিয়ে আসবে। যেমনটি করেছিলেন করোনার সময় গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে। এটাই কুতুবপুরের জনগণের প্রত্যাশা।