নিজস্ব প্রতিনিধিঃ আজ ১১/৩/২১ ইং তারিখ কোন্ডা ৩নং ওয়ার্ড মির্জাপুর হতে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম শুভ উদ্বোধন করলেন ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল হাসান মাহমুদ (মেম্বার পদপ্রার্থী)।
এ সময় তিনি বলেন, শুধুমাত্র ঔষধ স্প্রে করেই মশক নিধন করা সম্ভব নয় | এজন্য সম্মানিত নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে , বসবাড়ির আশেপাশে যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে | নিজ নিজ এলাকার বাসা বাড়ি আঙিনা, ঝোপঝাড়, জঙ্গল ইত্যাদি পরিস্কার করে এবং মশার উৎপত্তি স্থলে মশার ঔষধ ছিটানোর কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা করার জন্য মির্জাপুর গ্রামবাসীকে ধন্যবাদ জানাই।