নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ডের একজন স্বতন্ত্র মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন। যিনি বিগত সময় এই ওয়ার্ডের সাবেক মেম্বার এর দায়িত্বে ছিলেন। সেই সময় এই ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমান মেম্বার ও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।
মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন প্রতিবেদককে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি করোনা কালীন সময়ে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি যদি নির্বাচিত হয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান খেতাবপ্রাপ্ত দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ শাহিন এর দিক নির্দেশনা অনুযায়ী আমার ওয়ার্ডের উন্নয়নের কাজ করব। বিগত সময় যেভাবে এই ওয়ার্ডের উন্নয়ন করতে চেষ্টা করেছি আমি যদি নির্বাচিত হই তাহলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই কাজগুলো বাস্তবায়ন করব। জনগনের কাছে একটাই প্রত্যাশা সঠিক প্রার্থীকে মূল্যায়ন করুন।